ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চুয়াডাঙ্গায় বোয়ালমারিতে যাত্রীবাহী নৈশ কোচসহ ৪টি গাড়িতে

প্রকাশিত : ১১:৩৩, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৩৩, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার বোয়ালমারিতে যাত্রীবাহী নৈশ কোচসহ ৪টি গাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ জানায়, গত রোববার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারিতে ডাকাতেরা গাছ কেটে বেরিকেড দেয়। একটি নৈশ কোচ, একটি ট্রাক ও দুটি ক্যাভার্ড ভ্যান ডাকাতির কবলে পড়ে। এসময় আহত হয়েছে ২ জন। এদের মধ্যে বাসচালক আব্দুল হামিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার শিকার যাত্রীরা জানান, নগদ টাকাসহ প্রায় ৪-৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি