ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাজিব হোসেন (২৮) নামে এক বিদ্যুৎ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসমানখালি বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। আলমডাঙ্গার আসমানখালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাজিব হোসেন মোচাইনগর গ্রামের সোনা মিয়ার ছেলে বলে জানা গেছে।

ইনচার্জ ইন্সপেক্টর মাসুদুর রহমান জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজিব আসমানখালি বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ মারলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে লাশ বাড়ি নিয়ে যায়। পরে খবর পেয়ে আলমডাঙ্গার আসমানখালি ক্যাম্পের পুলিশ লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা ওই পুলিশ কর্মকর্তার।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি