ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

‘ছক’র ট্রেলারে তাহসানের চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ৯ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সম্প্রতি প্রকাশ পেয়েছে তাহসানের ভিন্ন ইমেজের সিনেমা ‘ছক’ এর ট্রেলার। নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম ওয়েব ফিল্ম এটি। এর মধ্য দিয়ে দর্শক প্রিয় অভিনেতাকে অন্যরকম চরিত্রে দেখতে পাবেন। দেড় মিনিটের ট্রেলারে সেটাই প্রামাণ পাওয়া গেছে।

‘ছক’-এ তাহসানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী স্পর্শিয়াকে। তিনি হাজির হয়েছেন ছদ্মবেশী এক নারীর চরিত্রে।

ট্রেলারে তাহসানকে দেখা যায় পুরনো ক্লাবের ওয়েটার হিসেবে। যে কিনা মদ টানে! ঘটনাচক্রে খুন করতেও দেখা যায় তাকে। চোখে মুখে আতঙ্ক নিয়ে স্পর্শিয়ার সঙ্গী হন তিনি। তবে ছদ্মবেশী স্পর্শিয়ার সাথে তার কিসের লেনাদেনা, সেটা খোলাসা হয়নি ট্রেলারে।

এ নিয়ে নির্মাতা বললেন, ‘পুরো ফিল্মটি দেখতে দর্শককে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সেটা খুব দীর্ঘ সময় নয়। চলতি মাসেই সিনেমাটিক অ্যাপে এটি মুক্তি দেয়া হবে।’

প্রথম পোস্টার প্রকাশের পরই ব্যাপক প্রশংসিত হয় ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘ছক’। তাহসান খান ও স্পর্শিয়া ছাড়াও এই ফিল্মটিতে আছেন দীপক সুমন, শাহরিয়ার সজীব, প্রণীল, বিপলীসহ একঝাঁক থিয়েটার আর্টিস্ট।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি