ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ছাগলনাইয়া বর্ডারহাট ফের চালু

প্রকাশিত : ১৯:২১, ১২ ফেব্রুয়ারি ২০১৯

ফেনীর ছাগলনাইয়ার মধুগ্রাম সীমান্ত হাট দীর্ঘ ৪ সাপ্তাহ বন্ধ থাকার পর উভয় দেশের প্রশাসনিক ব্যক্তিদের বৈঠকে সিদ্ধান্ত মতে আজ মঙ্গলবার থেকে পুনরায় হাট চালু হয়েছে। গত ১৫ জানুয়ারি হাটে ভারতের একতরফা নীতি ও অসম বাণিজ্য থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা হাট বর্জন করে ধর্মঘটের ডাক দেয়।

ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম ও ভারতের শ্রীনগর সীমান্তের দু’ দেশের সম্প্রতি ও বাণিজ্য প্রসারে সীমান্তহাট চালু হয়। হাটের শুরুতে দু’দেশের আশপাশের পাঁচ কিলোমিটারে বসবাসরত গ্রামবাসীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে ২৭ জন করে ব্যবসায়ীকে স্থান বরাদ্ধ দেয় হয়।

ভারতীয় বিএসএফ’র কড়াকড়ির কারণে সীমান্তহাট থেকে ভারতীয়দের উপস্থিতি কমে যাওয়ায় ও কম পণ্য ক্রয় করতে বাধ্য করায় ক্ষতির সম্মুখি হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্যদিকে প্রতি মঙ্গলবার ভারতীয় ব্যবসায়ীরা কোটি টাকার পণ্য বিক্রি করছে বাংলাদেশি ক্রেতাদের কাছে। এ নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসনকে একাধিক বলেও কোন সুরাহা না হওয়া ১৫ জানুয়ারি বিক্ষোভ করে ব্যবসায়ীরা। পরে ২২ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় স্থানীয় ব্যবসায়ীরা।

প্রতি মঙ্গলবার বসা এ হাটে উভয় দেশের ক্রেতাদের দু’শ ডলার পরিমান খরচ করার নিয়ম রয়েছে। এতে ভারতের বিক্রেতারা লাখ লাখ টাকার পণ্য বিক্রি করছে বাংলাদেশি ক্রেতাদের কাছে। কিন্তু ভারতের আইনশৃংখলা বাহিনী তাদের নাগরিকদের বাংলাদেশি হাটে প্রবেশ করতে দিচ্ছে সীমিতভাবে। পাশাপাশি সল্প পরিমান পণ্য কিনতে বাধ্য করছে তাদের ক্রেতাদের। ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত। তাই বাজারে শৃঙ্খলা তৈরি না হওয়ায় ধর্মঘট ডাক দেয়।

সীমান্তহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান জানান, সোমবার বর্ডার হাট প্রাঙ্গণে উভয় দেশের প্রশাসনিক যৌথ সভায় ক্রেতারা দু’শ ডলার সমপরিমাণ মালামাল ক্রয়সহ ক্রেতাসাধারণ প্রবেশে বাধা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। এরপর হাট ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে আজ থেকে বাজার চালুর সিদ্ধান্ত নেয়।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদা ফাতেমা জানান, বাজারে স্থিতি অবস্থা ফিরে আনতে সীমান্তহাট দরবার হলে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপরের অভিযোগগুলো নিয়ে বিশদ আলোচনার পর আজ মঙ্গলবার থেকে বাজার পুনরায় চালু করার সীদ্ধান্ত হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি