ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ছাগলের প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের লঙ্কাকাণ্ড!

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২০

ছাগলের প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের লঙ্কাকাণ্ড!

ছাগলের প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের লঙ্কাকাণ্ড!

দিনাজপুরের হিলিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটি ছাগলের প্রাণ বাঁচাতে অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে অবশ্য সেই ছাগলটিকে বাঁচাতে সক্ষম হয় হিলি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে হিলির চেকপোষ্ট সড়কের মুন্সিপাড়াতে ঘটে এমনই অদ্ভুত ঘটনা। 

হিলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আজ সকালের দিকে হিলির চেকপোষ্ট সড়কের মুন্সিপাড়ায় রাজ এন্টারপ্রাইজের তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলার কার্নিশে পাশের টিনের চালার উপর দিয়ে প্রতিবেশি লাবু মুন্সির একটি ছাগল উঠে পড়ে। 
এসময় বাড়ির লোকজন অনেক চেষ্টার পরও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেই ছাগলটিকে উদ্ধার করি।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি