ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের দাফন সম্পন্ন
প্রকাশিত : ১৫:৩১, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৩৭, ২৫ জানুয়ারি ২০২৬
বাগেরহাটের ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের দাফন সম্পন্ন হয়েছে। এ মৃত্যুর ঘটনা ও প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয় নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, কারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদনটি নিয়মবহির্ভূত হওয়ায় অনুমোদন দেওয়া হয়নি।
শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত ১১টা ২০ মিনিটে তাঁদের জানাজার নামাজ হয়।
রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দামের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে মা ও ছেলের কবরের পাশে স্বজনদের দেখা যায়।
নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর পরিবার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা।
শোকাহত পরিবারের মাঝে তখনও ভারী শোকের আবহ বিরাজ করছিল। গ্রামটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত স্বর্ণালীর বাবা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে আসেন।
স্বজনরা জানান, অকাল মৃত্যুর ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে তাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তারা এই ঘটনার মূল রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর স্বজনরা জানান, মৃত্যুর বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের সর্বাত্মক সহায়তা চান তারা। একই সঙ্গে প্যারোলে মুক্তি না দেওয়ায় হতাশা প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
বাগেরহাট জেলা প্রশাসক বলছেন, কারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদনটি নিয়মবহির্ভূত হওয়ায় অনুমোদন দেওয়া হয়নি। তাদের যশোরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনের দেওয়া নানা বিভ্রান্তিকর তথ্য নিয়ে কথা বলেছে সাদ্দাম ও স্বর্নালীর পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, দুই পরিবারের সাথে সম্পর্ক অনেক ভাল ছিল। তবে সম্প্রতি সম্পর্কের কিছুটা অবনতি হয়। সাদ্দাম জেলে থাকলেও, তার পরিবারে কোন অভাব ছিল না বলে জানিয়েছেন তার ভাই ও মা।
মা ও ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় বাগেরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
এএইচ
আরও পড়ুন










