ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ছাত্রীর অভিযোগে গণপিটুনিতে আহত এসএসসি পরীক্ষার্থী

প্রকাশিত : ১৯:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৯

তুচ্ছ ঘটনায় এসএসসি’র এক পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করছে স্থানীয় গার্লস স্কুলের ছাত্রীর স্বজন ও পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ডিকে আইডিয়াল কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই পরীক্ষার্থী জাহিদ খান আকরাম। পরীক্ষা কেন্দ্র পরিবর্তন ও দোষিদের বিচারের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীর সহপাঠিদের।

এদিকে ছেলের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মা শেফালী বেগম।

জানা গেছে, মায়ের কাছে দোয়া নিয়ে ডাসার ডিকে আতাহার আলী কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যান সনমন্দী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জাহিদ খান আকরাম। পরীক্ষা শুরুর আগে বন্ধুদের সাথে উচ্চ স্বরে কথা বলায় ডাসার গালর্স স্কুলের ছাত্রী মিতুর সাথে কথা কাটাকাটি হয় ওই শিক্ষার্থীর। এক পর্যায় মিতু পরীক্ষা শেষে জাহিদকে মারার হুমকি দেয়। বিষয়টি কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকদের জানালে বিষয়টি সুরহা করে দেন।

পরীক্ষা শেষে জাহিদ কেন্দ্র থেকে বের হলে মিতু এসে জাহিদের কলার ধরে চর-থাপ্পর দিতে থাকে। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন ও মিতুর বাবা ও ভাই এসে জাহিদকে মারধর শুরু করে। পরীক্ষা কেন্দ্রে অবস্থানরত পুলিশ সদস্য জামাল লোকজনের সাথে যোগ দিয়ে জাহিদকে মারতে থাকে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ঘটনাস্থলে এসে জাহিদকে ধরে কলেজের একটি রুমে নিয়ে নির্যাতন করে। এতে জাহিদ গুরুতর আহত হলে তাকে ছেড়ে দেয় তারা।

এ ঘটনায় দুই শিক্ষার্থী মোবাইল ফোনে ভিডিও করতে তাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। পরে মোবাইল রেখে দিয়ে ছাত্রদের ছেড়ে দেয় পুলিশ। সহপাঠিরা আহত জাহিদকে প্রথমে ডাসার স্বাস্থ্য কেন্দ্র ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় জাহিদের সহপাঠিরা পুলিশসহ মিতুর স্বজনদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সেই সাথে পরবর্তী পরীক্ষাগুলো ভিন্ন কেন্দ্রে দেওয়ার দাবি জানিয়েছে।

কেআই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি