ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ছিনতাইকালে হাতেনাতে আটক ২ যুবক

মিরসরাই সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৪৭, ১৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার মহাসড়কে ট্রাকে ছিনতাই করার সময় দুই যুবককে হাতেনাতে আটক করছে স্থানীয়রা। পরে তাদেরকে জোরারগঞ্জ থানা পুলিশকে হাতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে প্রকাশ্যে গাড়ি থামিয়ে চাকু হাতে ছিনতাইয়ের সময় সুমন ও সম্রাট নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকৃত ছিনতাইকারীরা হলেন জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত আবুল কালামের ছেলে সুমন (২২), একই এলকার ইলিয়াছের ছেলে সম্রাট (১৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, সন্ধ্যায় বারইয়ারহাট পৌর এলকায় গাড়ি ছিনতাই করার সময় দুই ছিনতাইকারিকে স্থানিয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। 

এই ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি