ছেলেকে গলাকেটে হত্যার পর গলায় ফাঁস নিল বাবা
প্রকাশিত : ১২:০৬, ৩১ জুলাই ২০১৭
 
				
					গাজীপুরে নিজের ছয় বছর বয়সী ছেলেকে গলাকেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবা। গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে গাজীপুর সদর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন গণমাধ্যমকে জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকার আবুল হোসেনের বাড়িতে ছেলে সাঈদী হাসান ও বাবা-মাকে নিয়ে ভাড়া থাকত রাশেদুল। পেশায় সে ভ্যানচালক। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে। তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।
পারিবারিক কলহের জেরে সকালে রাশেদুল তার ছেলে সাইদী হাসানকে বটি দিয়ে গলাকেটে হত্যা করে। পরে সে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় রাশেদুলের বাবা-মা ঘরে ছিলেন না। 
পরে পাশের বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে দুজনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 
//এআর
আরও পড়ুন
 
				        
				    






























































