ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

জঙ্গিবাদ ইস্যুতে মিডিয়া ও সাংবাদিকদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই: ইকবাল সোবহান চৌধুরী

প্রকাশিত : ১৭:৩৭, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ১৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ ইস্যুতে মিডিয়া ও সাংবাদিকদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনমিয়ে দেশের বিভিন্নস্থানে আত্মঘাতি জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দমনে কঠোর অবস্থানে রয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ইকবাল সোবহান চৌধুরী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি