ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জঙ্গিবাদ-মাদক থেকে বিরত থাকার শপথ নিলেন ৮০০ শিক্ষার্থী

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৩

দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ, বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ গড়া এবং জঙ্গিবাদ-মাদক থেকে বিরত থাকার শপথ নিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার আট শতাধিক কৃতি শিক্ষার্থী।

শনিবার উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের আয়োজনে ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮১৫ জন কৃতি শিক্ষার্থী এই শপথ করেন। 

তাদের শপথ পাঠ করান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক।

সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান এনামুল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ গ্রহণ শেষে ১০০ প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৮১৫ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উপজেলার সেরা ৩টি প্রতিষ্ঠানকেও সম্মাননা দেয়া হয়। 

যার মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে মচমইল উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

২০০৬ সাল থেকে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থী ও সেরা প্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা দিয়ে আসছে। বাগমারায় মেধাবী শিক্ষার্থী তৈরি ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি