জঙ্গিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না ; তথ্যমন্ত্রী
প্রকাশিত : ১৭:৪৫, ২৩ মে ২০১৭ | আপডেট: ১৮:২৯, ২৩ মে ২০১৭

দেশে জঙ্গিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তিতে জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ’কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে রাজাকার এবং জঙ্গিবাদকে রুখে দিতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে। ফরিদা ইয়াসমিনের আর্ন্তজাতিক স্বীকৃতি বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জল করেছে বলে এ’সময় মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন