জঙ্গিবাদী কার্যক্রমের মাধ্যমে তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে
প্রকাশিত : ১৮:১২, ২৩ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৪, ২৩ মে ২০১৭

জঙ্গিবাদী কার্যক্রমের মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল তরুণদের বিভ্রান্ত করে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘হৃদয় চেতনা একাত্তর’ আয়োজিত আলোচনায় বক্তারা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সংগঠনের সভাপতি জাহেদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
আরও পড়ুন