ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

জবানবন্দি দিয়েছেন জাবালে নূরের বাসচালক জুবায়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে একটির চাপায় দুই কলেজশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের বাসের চালক জুবায়ের আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে সাতদিনের রিমান্ড শেষে জুবায়েরসহ চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী শরিফুল ইসলাম বরে জানা গেছে।

ঘাতক বাসচালক জুবায়েরের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী। এছাড়া তিন আসামির মধ্যে অপর বাসের চালক সোহাগ আলী, হেলপার এনায়েত হোসেন ও রিপনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী।

এর আগে গত ৬ আগস্ট চার আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। ফলে রাস্তায় নেমে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন আন্দোলন করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি