ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জবিতে ‘দেশের স্মৃতি, ভাগের ইতিহাস’ শীর্ষক সেমিনার

জবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘সংবিৎ’ সংগঠনের আয়োজনে ‘দেশের স্মৃতি, ভাগের ইতিহাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অর্থনীতি বিভাগ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯৪৭-এর ভারত ও পাকিস্তান নামে দুই দেশ ভাগের ফলাফল, পরবর্তী রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার উপর আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। তিনি তার বক্তব্যে দেশ ভাগের নানান কারণ। হিন্দু মুসলিম জাতি সত্ত্বার ভিত্তিতে ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান দেশ ভাগের সময়ের প্রেক্ষাপট তুলে ধরেন। দেশ ভাগের ফলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে সংকট দেখা দিয়েছিল তার উপর বিশদ আলোচনা করেন। দেশ ভাগের যন্ত্রণা নিয়ে যারা দেশ ছেড়ে গেছেন তাদের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান দেশ ভাগ পরবর্তী পাকিস্তানের দুই ভাগের মধ্যে টানা ফোঁড়নের মধ্য দিয়ে রাজনৈতিক যে সংকট যুদ্ধের দিকে টেনে নিয়েছে তার কারণ হিসাবে দেশ ভাগের ঘটনার প্রভাব রয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি