ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

জব্দ করা স্বর্ন ও হীরার বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৯:৩১, ৩০ মে ২০১৭

আপন জুয়েলার্সের পাচটি শাখা থেকে জব্দ করা স্বর্ন ও হীরা আমদানির বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি মালিক পক্ষ। জিজ্ঞাসাবাদ শেষে, কাজপত্র দাখিলে আরো সময় চায় মালিক পক্ষ। কিন্তু আর কোন সময় না নিয়ে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানায় শুল্ক গোয়েন্দা কর্র্তৃপক্ষ । 

জব্দ করা স্বর্ণ ও হিরা বিষয়ে স্বপক্ষে যুক্তি দিতে দ্বিতীয়বার শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, গোলজার আহমেদ ও আজাদ আহমেদ।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে আপন জুয়েলার্সের তিন মালিককে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দারা । জিজ্ঞাসাবাদ শেষে আপন জুয়েলার্সের আইনজীবি জব্দ করা মালামালের বৈধ দলিল প্রর্দশনের আরো সময় চান।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলেছে, আপন জুয়েলার্স যে দলিল প্রদর্শন করেছে তা অতি অল্প পরিমান স্বর্নের এবং জব্দ করা বাকী স্বর্ন ও হীরার দলিল প্রদর্শনে তারা ব্যর্থ হয়েছে।
তবে ব্যক্তিগতভাবে এসব স্বর্ণ ও হিরার মালিকানার প্রমান দেখাতে পারলে তা ফেরত দেয়া হবে বলে জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি