ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট, ৫ উইকেটে ২১৪ রান তুলেছে টাইগাররা

প্রকাশিত : ২০:১৮, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ২০:১৮, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট। কলম্বোর পি সারা স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে সৌম্যর হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২১৪ রান তুলেছে টাইগাররা। এখনো পিছিয়ে রয়েছে ১২৪ রানে। হাতে রয়েছে ৫ উইকেট। দিন শেষে সাকিব ১৮ ও মুশফিক ২ রানে অপরাজিত রয়েছেন।  এরআগে চান্ডিমালের অসাধারণ সেঞ্চুরিতে ৩৩৮ রান তোলে স্বাগতিকরা। কলম্বোর পি সারা স্টেডিয়ামে শততম টেস্টের প্রথম ইনিঙসে ব্যাট করতে নেমে নিজেদের সভাব-সূলভ ব্যাটিংটাই করতে থাকে তামিম ও সৌম্য। উদ্বোধনী জুটিতে ৯৫ রান তুলে বড় ইনিংসের ভীত গড়ে দেন তামিম ও সৌম্য। তামিম ৪৯ রানে আউট হলেও টানা তৃতীয় ও ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। তবে সান্দাকানের বলে বোল্ড হয়ে ৬১ রানের বেশী করতে পারেননি এ ব্যাটসম্যান। ব্যক্তিগত ২৬ রানে লাকমালের বলে চান্ডিমালের হাতে জীবন পেলেও বেশীদুর যেতে পারেননি ইমরুল। দলীয় ১৯২ ও ব্যক্তিগত ৩৪ রানে সান্দাকানের বলে এলবিডাব্লিউ হন তিনি। পরের বলেই তাইজুলকে এলবিডাব্লিউ করেন সান্দাকান। এরপর সাব্বির ব্যক্তিগত ৪২ রানে আউট হলে উজ্জল দিনটি মলিন হয়ে যায় বাংলাদেশের। এরআগে ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশের কাটা হয়ে দাঁড়ান দিনেশ চান্ডিমাল। লংকান কোন ব্যাটসম্যান যেখানে ৩৫ রানের বেশী করতে পারেননি। সেখানে চান্ডিমাল একাই করেন ১৩৮ রান। আউট হওয়ার আগে ক্যারিয়ারের অস্টম সেঞ্চুরি করার পাশাপাশি দলের রানও ৩শর কোটা পার করেন তিনি। মেহেদীর বলে মোসাদ্দেকের হাতে ধরা পরার আগে ১০ চার ও ১ ছক্কায় এ রান করেন চান্ডিমাল। শেষ পর্যন্ত ৩৩৮ রানে থামে স্বাগতিকরা। মেহেদী  ৩টি, মোস্তাফিজ, শুভাশীষ ও সাকিব পান ২টি করে উইকেট। এরআগে আরো ৩ বার পি সার স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে কোন বারই স্বাগতিকদের অলআউট করতে পারেনি টাইগাররা। শততম টেস্টে এসে লংকানদের অলআউট করেছে বাংলাদেশ। যা স্বপ্ন দেখাচ্ছে লাল-সবুজ সমর্থকদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি