জয়নুল হক সিকদারের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ১৯:৪১, ২৩ মার্চ ২০২১ | আপডেট: ১৯:৪২, ২৩ মার্চ ২০২১
শোকাহত রন হক সিকদারকে শান্তনা দিচ্ছেন বোন লিসা হক সিকদার।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বাদ জোহর ধানমণ্ডি শিকদার মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি, আসলামুল হক এমপি এবং সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও আলহাজ্ব মো. সাদেক খান এমপি।
বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের সহধর্মিণী মনোয়ারা সিকদার, পুত্র রিক হক সিকদার, রন হক সিকদার, নিক হক সিকদার, মমতাজুল হক সিকদার, কন্যা নাসিম সিকদার, পারভীন হক সিকদার এমপি, লিসা ফাতেমা হক সিকদার সকলকে অনুষ্ঠানে অভ্যর্থনা জানান। দিপু হক সিকদার অসুস্থার কারণে কুলখানি ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যম চেহলাম ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ত্রিশ হাজারের বেশি মানুষ চেহলাম ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। চেহলাম ও দোয়া অনুষ্ঠানে মরহুম জয়নুল হক সিকদারের মাগফিরাত কামনা করে দোয়া করেন। জয়নুল হক সিকদার ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি।
এসি
আরও পড়ুন










