ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরায় উৎসব ও মেলা শুরু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮, ৩১ অক্টোবর ২০১৯

আদিবাসীদের ঐতিহ্যকে তুলে ধরতে জয়পুরহাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী ৩২৬তম সহরায় উৎসব ও তিন দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে।

বুধবার বিকাল থেকে সদর উপজেলার আদিবাসী পল্লী পালী গ্রামের খাটাকোবা বুড়িকালী মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে আদিবাসী সংঘ।

এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, আদিবাসী নেতা কার্ত্তিক চন্দ্র সিং প্রমুখ।

এ উৎসবে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে উত্তরঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী সাংস্কৃতিক দল তাদের বিচিত্র ধরনের গীতি ও নৃত্য পরিবেশন করে। এছাড়া উৎসবে আদিবাসী ভাষায় রচিত গীতিনৃত্য ও নাট্যানুষ্ঠান পরিবেশিত হয়।  

এ দিকে এই উৎসবকে কেন্দ্র করে বুড়িখালী মন্দিরের চার পাশে বসেছে গ্রামীণ মেলা। মেলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়েছে এই আদীবাসী পল্লী।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি