ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

জলকেলির মধ্য দিয়ে শেষ হচ্ছে সাংগ্রাই উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:০৪, ১৬ এপ্রিল ২০১৭

ঐতিহ্যবাহী জলকেলি মধ্য দিয়ে শেষ হচ্ছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। ৫ দিনের এ উৎসব ঘিরে ছিলো বৌদ্ধমূর্তি স্নান, হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পিঠা তৈরিসহ নানা আচার। আদি বৈচিত্র্যময় এই অনুষ্ঠান দেখতে বান্দরবানে ঢল নামে দেশ-বিদেশের অসংখ্য পর্যটকের। সাংগ্রাইকে ঘিরে বান্দরবান পরিণত হয় উৎসবের নগরীতে। 

একে অপরের গায়ে পানি ছিটিয়ে এভাবেই নতুন বছরকে স্বাগত জানায় মারমা সম্প্রদায়। যুগ যুগ ধরে হয়ে আসা এই জলকেলীতে ধুয়ে মুছে নেন পূর্বের সকল ত্র“টি ও গ্লানী।

বান্দরবানে রাজার মাঠে আয়োজন করা হয় সবচেয়ে বড় জলকেলি উৎসবের। জলকেলি দেখতে ভীড় জমায় দেশী-বিদেশী পর্যটক। উৎসবের আনন্দে মাতেন তারাও।

সাঙ্গু নদীর পবিত্র চন্দ জলে বৌদ্ধমূর্তিকে স্নান করানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতার।

এছাড়া সাংগ্রাই উপলক্ষ্যে পাড়ায় পাড়ায় চলে পিঠা তৈরি, নাচ-গানসহ মঙ্গল প্রদীপ প্রজ্জলন।

সোমবার বিহারগুলোতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করবেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি