ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০০ বিলিয়ন ডলার অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:২০, ৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে না পারলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে আশংকা করছে বিশ্বব্যাংক। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুশ’ বিলিয়ন ডলার তহবিল অনুদানের ঘোষণা দিয়েছে সংস্থাটি। অপরদিকে প্যারিস চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পোল্যান্ডে সমবেত প্রায় দু’শ দেশের প্রতিনিধিরা।

শরিয়তপুরের নড়িয়া উপজেলায় আড়াই মাস ধরে চলা পদ্মার ভয়াবহ ভাঙ্গনে সহায় সম্বলহীন হয়ে পড়ে হাজারো পরিবার। প্রকৃতির নির্মমতা গ্রাস করে প্রতিবেশী দেশ ভারতের কেরালা রাজ্যেকেও। এক শতকের মধ্যে ভয়াবহ এ বন্যায় প্রাণ হারায় প্রায় ৫শ’ মানুষ।

অপরদিকে আফ্রিকার দেশ মোজাম্বিকে খরার কারণে দুর্বিষহ হয়ে উঠছে সেখানকার জনপদ। দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার নানা দেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

তিন বছর আগে প্যারিসে জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলো উন্নত দেশগুলো। কিন্তু এখন পর্যন্ত মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতেই প্রাণঘাতী দাবানল, দাবদাহ ও ঝড়ের হার বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাংকের আশঙ্কা তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে না পারলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশসহ এসব দেশ।

তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুশ’ বিলিয়ন ডলার তহবিল অনুদানের ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের জলবায়ু পরিবর্তন বিভাগের সিনিয়র পরিচালক জন রুম জানান, গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ এখনি না কমালে ২০৩০ সালের মধ্যে দরিদ্র হয়ে পড়বে আরও ১০ কোটি মানুষ।

এসব হুমকি প্রতিরোধে নিজেদের জোরালো পরিকল্পনা তুলে ধরতে পোল্যান্ডে সমবেত হয়েছেন বিশ্বের প্রায় দুশটি দেশের প্রতিনিধিরা। প্যারিস চুক্তিতে গৃহিত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

 

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি