জলবায়ু পরিবর্তনজনিত শরণার্থী সংকট মোকাবেলায় সমন্বিত প্রয়াস
প্রকাশিত : ১৭:৪৭, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ১৩ মে ২০১৭

জলবায়ু পরিবর্তনজনিত শরণার্থী সংকট মোকাবেলায় সরকার ও জনগনের সমন্বিত প্রয়াসের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলীকুজ্জমান আহমেদ।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইক্যুইটি এন্ড জাস্টিজ ওয়ার্কিং গ্র“পের আয়োজনে জলবায়ু বাস্তুচ্যুতি বিষয়ক সেমিনারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মান করা জরুরী। আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক বলেন, জলাবায়ু পরিবর্তনের বিষয়টি আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে জড়িত। বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় এনিয়ে দেশের নাগরিক সমাজকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন