জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ (ভিডিও)
প্রকাশিত : ১৮:২৫, ২ মার্চ ২০১৯

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। নগরীর জলাবদ্বতা নিরসনে কয়েকদিনের মধ্যেই সিটি কর্পোরেশন বিশেষ পরিচ্ছন্ন অভিযান শুরু করবে বলেও জানান তিনি। এজন্য তিনি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করারও পরামর্শ দেন। শনিবার সকালে নগরীর সার্কিট হাউজে জলাবদ্বতা নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জানাতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ, সিটি করপোরেশন, ওয়াসা, পানি উন্নয়নবোর্ডসহ বিভিন্ন সরকারি সেবা সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএর বিভিন্ন মেগা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় সভায়।
সভায় অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, বন্দরের কারণে সারাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য জলাবদ্ধতাসহ চট্টগ্রামের সমস্যাসমূহ চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে।
জলাবদ্বতা নিরসনে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে চট্টগ্রামে কোনো সমস্যা থাকবে না বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।
মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সকল সংস্থার মানুষজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন