ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জলাশয়গুলো বন্ধ করবেন না: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:৪৮, ১৫ জুলাই ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজধানীতে যে জলাশয়গুলো অবশিষ্ট আছে তা বন্ধ করবেন না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।’

সোমবার রাজধানীতে মন্ত্রী ও সরকারী কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নির্মিত ফ্ল্যাট উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৭টি প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ১ হাজার ৭ শত ৭১ টি ফ্ল্যাট নির্মাণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে জলাবদ্ধতা কমানোর জন্য ১৩টি খাল খননের প্রকল্প চলমান রয়েছে। এখানে আরও ২৩টি খাল খননে উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা, রাজশাহী, সিলেটসহ মহানগরীকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমার মাস্টার প্লান করছি। বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। ভৌগলিক কারণে এ বৃষ্টিপাত হয়। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ জলাবদ্ধতার জমে থাকা পানি নিষ্কাষনের জন্য যথাযথ ব্যবস্থা করা দরকার।’

ঢাকা শহরে জলাবদ্ধতা কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঢাকা শহরে যে সব জলাশয় রয়েছে তা ভরাট না করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জলাশয় ভরাট করে আর ভবন নির্মানসহ অন্য কোন স্থাপনা নির্মাণ করবেন না। আমরা নদী নাব্যতা বৃদ্ধির জন্য কজ করে যাচ্ছি।’

দেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুৎতের সুবিধা পান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যথাসাধ্য কম মূল্যে বিদুৎ দিচ্ছি। উৎপাদনের খরচের চেয়ে কম দামে দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে আপনারা সচেতন হবেন। নিজের মনে করে ব্যবহার করবেন। অপচয় করবেন না। এখন গ্যাস সংকট রয়েছে। এ অবস্থায় মোটেও অপচয় করবেন না।’

তিনি আরও বলেন, ‘দেয়াশলাইয়ের একটি কাঠি বাঁচাতে গ্যাসের চুলা জালিয়ে রাখেন তাতে গ্যাসের অপচয় হয় এবং দুর্ঘটনাও ঘটে। গ্যাসের চেয়ে দিয়েশলাইয়ের কাঠি কম মূল্যের। এ জন্য গ্যাস জ্বালিয়ে রাখবেন না। আমরা গ্যাসে ভর্তুকি দিচ্ছি।’ দেশের সার্বিক উন্নয়নে তার সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এক হাজার ৬৭১টি ফ্ল্যাট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, বস্তির মানুষের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। সবার জন্যই সুন্দর ব্যবস্থা আমরা নিচ্ছি।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে সাজাতে চেয়েছিলেন, তা তিনি করে যেতে পারেননি। ৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন অনেক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছিল। যাই হোক পরের বার ক্ষমতায় আসতে পারিনি। পরে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করি। এ দশ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা বিশ্বব্যাপী সমাদৃত।

এমএস/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি