ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ৬

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ১৭ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১২:০২, ১৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দক্ষিণ থানা সংলগ্ন সোনালী ব্যাংক মোড়ে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ৬ জন নিহত হয়েছে। 

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল থেকে ঢাকাগামী রোগী বহনকারী দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। 

এসময় রোগী ও রোগীর স্বজনসহ অ্যাম্বুলেন্সে থাকা সবাই নিহত হন। 

দুমড়ে মুছড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি

অ্যাম্বুলেন্সের পেছনের ৪ জনকে তাৎক্ষনিক উদ্ধার করতে পারলেও র‌্যাকারবিন ব্যবহার করে পরবর্তীতে সামনের দিকের দুইজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এর মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ।

নিহতরা হলেন পটুয়াখালীর রোগী জাহানারা বেগম, তার মেয়ে লুৎফর নাহার লিমা, স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি, খুলনার অ্যাম্বুলেন্স চালক রবিউল, সহকারী চালক মাদারীপুরের জিলানী, দৈনিক নবচেতনার বরিশাল প্রতিনিধি মাসুদ রানা।

নিহতদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি