ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

জাতির উদ্দেশে সিইসির ভাষণের রেকর্ডিং সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ৮ নভেম্বর ২০১৮

তফসিল ঘোষণা নিয়ে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ভাষণের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার পর নির্বাচন কমিশনে এ রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আজ দুপুর ১টার পর প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে তার ভাষণের রেকর্ডিং সম্পন্ন হয়। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একসঙ্গে এই রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করে। এর আগে এই ভাষণসহ তফসিলের বিস্তারিত বিষয় অনুমোদন করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে সিইসির ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। বেসরকারি অন্যান্য টেলিভিশন ও রেডিওগুলো রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থাগুলো থেকে এ ভাষণ একই সময়ে ধারণ করে প্রচার করবে।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি