ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৯, ১০ এপ্রিল ২০২০ | আপডেট: ০১:২০, ১০ এপ্রিল ২০২০

দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো.আসাদুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা।

’৫২’র ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী সুফিয়া আহমেদ মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সূত্র: বাসস

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি