ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.


সিলেট গ্যাস ফিল্ডের হরিপুর ৭ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৬ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) কম্প্রেসার ইক্যুইপমেন্ট থেকে জাতীয় গ্রিডে সংযোগ দিয়ে গ্যাস সরবরাহ শুরু করা হয়।  

সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ৩টার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।
 
তিনি জানান, পরিত্যক্ত তেলকূপে ওয়ার্কওভার চলাকালে গতমাসে আলাদা দুটো গ্যাসের স্তরের সন্ধান মিলে। সর্বশেষ ২২ অক্টোবর সিলেটের হরিপুরে ৭ নম্বর কূপের ওয়ার্কওভার চলাকালে ১২০০ মিটার গভীরতায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ ১৪ অক্টোবর ২০১০ মিটার গভীরতায় পরীক্ষা চালিয়ে ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহের বিষয়টি নিশ্চিত হয় সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।

সকাল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করার প্রস্তুতি ছিলো কর্তৃপক্ষের। এ নিয়ে বিশাল কর্মযজ্ঞের আয়োজন ছিলো। সকাল থেকে কূপের সবুজ বর্ণের টি আকৃতির পাইপের সাথে গ্যাসের চাপ পরীক্ষা শেষে জাতীয় গ্রিডের লাল পাইপের সংযোগ করা হয়। মূহুর্তেই ৭ নম্বর কূপে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়।

১৯৮৬ সালে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন হরিপুরের ৭ নম্বর কূপে তেলের সন্ধান মিলে। ১৯৯৪ সাল পর্যন্ত তেল কূপটি চালু ছিলো। এক পর্যায়ে কূপটিতে তেলের মজুদ শেষ হয়ে যায়। সম্প্রতি ৭ নম্বর কূপে ওয়ার্কওভার শুরু করা হয়। কূপের সংস্কারকালে দুটো স্তরে গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হলো।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি