ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবেঃ সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আজ বুধবার নির্বাচন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামি ৩০ জুলাই দেশের তিন সিটি কর্পোরেশনে অনুষ্ঠিতব্য নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নেই, তবে সেরকম কোন পরিস্থিতি সৃষ্টি হলে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন 

এছাড়া আজ (বুধবার) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ চলছে।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম ও অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানসহ প্রমুখ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি