ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা শুরু ২ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে। সারাদেশে একযোগে ৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার ও সরকারী ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা হবে। 

মোট ১ হাজার ৮৫৯ টি কলেজের ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী ৭০২টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি