ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বৃক্ষের চারা রোপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৬, ৯ জুন ২০১৭

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে আম্রপালি সহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
কলেজের আশপাশের পাহাড় ও পরিত্যক্ত জমিতে প্রায় ৫শ’ চারা লাগানো হয়। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন, খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুন্সী রাশীদ আহমদ। এ’সময় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আব্দুল্লাহ আল সাদিক উপস্থিত ছিলেন। গত ৪ জুন থেকে শুরু হওয়া এই বৃক্ষরোপন কর্মসূচিতে লিচু, আ¤্রপালি আম, মাল্টা, লেবুসহ বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি