ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জাপানে বিনা খরচে যাওয়ার সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

দেশে প্রথমবারের মতো বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিনা খরচে (শূন্য অভিবাসন ব্যয়ে) জাপান যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। “দ্যা হিউম্যান রিসোর্স” নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কারিগরি খাতের শিক্ষানবিশ কর্মী হিসেবে প্রথম ধাপে পাঁচজন দেশটিতে যাচ্ছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ নিজ কার্যালয়ে তাদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

এ সময় তিনি বলেন, বেসরকারি এজেন্সি বিনাখরচে জাপানে জাপান কর্মী পাঠাচ্ছে, এটা অনেক বড় সুসংবাদ। অন্য এজেন্সিগুলোও এতে অনুপ্রাণিত হবে।

ইমরান আহমদ বলেন, জাপান আগামী পাঁচ বছরে ৯টি দেশ থেকে সাড়ে তিন লাখ দক্ষ কর্মী নেবে। দেশটিতে যেতে কর্মীদের কোনো টাকা খরচ হবে না। জাপানি নিয়োগকারী সব খরচ বহন করবে। কর্মী সরবরাহে এজেন্সিগুলোকেও নির্ধারিত ফি দেবে নিয়োগকারী। কিন্তু সম্প্রতি অভিযোগ আসে, এজেন্সিগুলো কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে জাপান পাঠাতে। দুই এজেন্সির এ কারণে লাইসেন্স বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, ১৪ মাস বন্ধ থাকার পর ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সেশেলসের দুয়ার খুলেছে বাংলাদেশি কর্মীদের জন্য। চুক্তি অনুযায়ী সরকারি এজেন্সি বোয়েসেল কর্মী পাঠাবে। সেশেলসগামী কর্মীদের হাতে মঙ্গলবার স্মার্টকার্ড তুলে দেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা বলেন, প্রমাণ হয়েছে এজেন্সির সদিচ্ছা থাকলে বিনা খরচে কর্মী পাঠানো যায়।

টিআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি