জাপানে সুনামির আঘাত, নিরাপদ স্থানে সরানো হচ্ছে মানুষ
প্রকাশিত : ১১:৪০, ৩০ জুলাই ২০২৫

রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে জাপানের হোক্কাইডোতে ইতোমধ্যে সুনামি আঘাত করেছে। ইতিমধ্যে ওই অঞ্চল থেকে নিরাপদ স্থানে মানুষ সরিয়ে নেয়ার কাজ করছে দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানায়, ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে। প্রথম ঢেউয়ের আকার তুলনামূলকভাবে ছোট হওয়া সত্ত্বেও সুনামির ঢেউ সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী টোকিওসহ দেশের বেশ কিছু অঞ্চলে আঘাত হেনেছে সুনামির ঢেউ, তবে যতটা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তারা করেছিলেন, বাস্তবে ততটা হয়নি। সুনামির প্রভাবে বর্তমানে জাপানের পর্ব উপকূলে যেসব ঢেউ উঠছে, সেগুলোর উচ্চতা ৩০ থেকে ৫০ সেন্টিমিটারের মধ্যে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, জাপান সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং যেকোনও উদ্ধার তৎপরতায় “মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার” দেওয়া হবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত জাপানে ক্ষয়ক্ষতির নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
তবে যেসব এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় যেতে এবং উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ২১ টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৯৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া এবং ওয়াকায়েমা দ্বীপ থেকে।
স্থানীয় সময় আজ সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এরপর রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সুনামির সতর্কতা জারি করা হয়।
এএইচ
আরও পড়ুন