ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জাবি উপাচার্যের বাসভবনে ভাংচুর ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ৫ জুন ২০১৭ | আপডেট: ০৮:৩০, ৩ জুলাই ২০১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের বাসভবনে ভাংচুর ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ভবনের সামনে কর্মচারী ও অফিসার সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন থেকে এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র- ছাত্রী উপাচার্যের বাসভবনে ভাংচুর করে শিক্ষক লাঞ্ছনা করেছে তারা কখনও শিক্ষার্থী হতে পারে না। এসময় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচার করার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তারা। মানববন্ধনে কর্মচারীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ গ্রহন করেন।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি