জামাল নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে হবে
প্রকাশিত : ১৮:২২, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৫ মার্চ ২০১৭
অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ছিলেন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে হবে।
বুধবার সকালে চট্টগ্রাম পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক সিকান্দর খান, রসায়নবিদ অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী ও পরমাণু শক্তি কমিশন কেন্দ্র চট্টগ্রামের পরিচালক মাসুদ কামাল। বক্তারা বলেন, জামাল নজরুল ইসলাম ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন এই বিজ্ঞানী। তিনি ২০১৩ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন