ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

জামালপুরে ট্রাক খাদে পড়ে প্রাণ গেল তিনজনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোহায়ের হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোরে উপজেলার আওনা ইউনিয়নের স্থল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পোঘলদিঘা ইনিয়নের পুটিয়ারপাড় গ্রামের নাসির উদ্দিন, একই ইউনিয়নের সাঞ্চারপাড় গ্রামের রিয়াজ উদ্দিন এবং আব্দুল বারিক।

ইনচার্জ জোহায়ের হোসেন খান জানান, শুক্রবার ভোরে লোহাবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে জামালপুরের সরিষাবাড়ি আসার সময় স্থল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি