ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জামিনের আবেদন ফিরিয়ে নিল মিন্নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:৪১, ৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জামিন পাওয়ার কোন আশা না দেখে আবেদন ফিরিয়ে নিয়েছেন মিন্নির আইনজীবী জেড আই খান পান্না। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চে আংশিক শুনানির পর তিনি এ সিদ্ধান্ত নেন।

এদিন শুনানির শুরুতে আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী জেড আই খান পান্না মিন্নিকে জামিন দেওয়ার পক্ষে যুক্তিগুলো আদালতের সামনে তুলে ধরেন। পরে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির শুনানি শুরু করেন।

শুনানির এক পর্যায়ে হাই কোর্ট বেঞ্চ জানতে চায়, হাকিম আদালতে ১৬৪ ধারায় মিন্নির দেওয়া জবানবন্দির কপি আসামিপক্ষের হাতে আছে কি না।

মিন্নির আইনজীবী জেড আই খান পান্না তখন বলেন, জবানবন্দির কপি তাদের হাতে নেই, কারণ তাদেরকে তা দেওয়া হয়নি।

বিচারক তখন বলেন, ‘আপনারা জবানবন্দির কপি নিয়ে আসেন, আমরা জামিন প্রশ্নে রুল দেব।’ মিন্নির আইনজীবী এ সময় বলেন, ‘আমরা রুল চাই না, জামিন চাই।’

জবাবে জবানবন্দির কপি দাখিল না করলে জামিন হবে না বলে আদালত তাকে সাফ জানিয়ে দেয়। জেড আই খান পান্না তখন আবেদন ফিরিয়ে নেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি