ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জার্মানি আওয়ামী লীগের সভাপতি মিজান সাধারণ সম্পাদক বকুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২০ অক্টোবর ২০২২

জার্মানি আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর হক খান এবং সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। 

রোববার (১৬ অক্টোবর) বার্লিনের একটি মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জার্মানি আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল হক। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মাবু জাফর স্বপন। সঞ্চালনা করেন জার্মানি আওয়ামী লীগের নেত্রী নূরজাহান খান নুরি, বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রুবেল ও সেলিম ভুইয়া।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

আরও বক্তব্য দেন আনোয়ারুল কবির, প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, প্রফেসর শরিফুল ইসলাম, হাসনাত মিয়া, আব্দুল মালেক, এম এ লিঙ্কন মোল্লা, নুরুল আমীন লিপু, সুনাম উদ্দিন খালেক, মুরাদ খান, মো. শহীদ, মায়েদুল ইসলাম তালুকদার, মাসুদুর রহমান মাসুদ, রানা বখতিয়ার, সামি দাস, কামাল ভূইয়া, কাজী মওদুদ রংকু, খালেকউজ্জামান, আলমগীর আলী আলম, মুরার মাহামুদ ব্যাপারী, সূর্যকান্ত ঘোষ, রানা ভুইয়া, বাপ্পি তালুকদার, মো. কুদ্দুস আলী, পিয়েল আহমেদ, কামাল ব্যাপারী, শাহ আলম, খান সাবরা, শেখ রেদোয়ান, বদিউজ্জান, বেলাল, মুসা, আউয়াল খানসহ আরও অনেকেই।

সম্মেলনে বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ঐক্যবদ্ধ জার্মানি আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। দলের দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী জার্মানি গঠন করে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে।

বিশেষ অতিথি দেলোয়ার হোসেন বলেন, বিএনপি-জামায়াতচক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চালাচ্ছে জার্মানি আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি তা প্রতিহত করবে।

প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রবাস দলের নেতাকর্মীদের প্রশংসা করেন ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

প্রধান অতিথি কর্নেল (অব.) ফারুক খান বলেন, এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সৎ, আদর্শিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরা দলীয় পদে আসীন হবেন। দেশপ্রেমিক, গতিশীল ও নিষ্ঠাবান নেতৃত্ব সম্ভাব্য রাজনৈতিক সব প্রতিকূল পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে মোকাবিলা করবে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচন পরিচালনা করেন। কর্নেল (অব) ফারুক খান সম্মেলনে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সেরাকণ্ঠ তারকা এস এম লুৎফর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সেজুতি।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি