জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে আগুন
প্রকাশিত : ১৫:৫২, ২৮ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৩৭, ২৯ জুলাই ২০১৭
 
				
					জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে গ্যাস বেরিয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ আগুনে পুড়ে গেছে তিনটি গাড়ি। আহত হয়েছেন অন্তত ছয়জন।
শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে হঠাৎ গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় গ্যাসের চাপ কমায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাইপ থেকে গ্যাস বেরিয়ে দুই ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে।
পুলিশ নিরাপত্তার জন্য ঘটনাস্থলের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে।
পাইপ লাইন থেকে আগুন লাগার ঘটনার বিষয়ে জালালাবাদ গ্যাস ভবনে খবর পাঠানো হয়েছে।
আর/ডব্লিউএন
আরও পড়ুন
 
				        
				    






























































