ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

জিনাত বরকতুল্লাহর শারীরিক অবস্থার অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৭ ডিসেম্বর ২০২০ | আপডেট: ০৮:৩৯, ২৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পীকে আইসিইউতে নেয়া হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বরাত দিয়ে মিনু হক বলেন, জিনাত গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

এদিকে জিনাতের মেয়ে বিজরী বরকতুল্লাহ বলেন, ‘আম্মা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। আপনারা সবাই আম্মার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ৩ আগস্ট জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনাভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি