ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক মুছে দিলেন বিক্ষোভকারিরা

প্রকাশিত : ২০:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ নামকরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক কালি দিয়ে মুছে দেয় বিক্ষোভকারিরা।

মঙ্গলবার সকালে নগরীর কাজীর দেউড়ির জিয়া স্মৃতি জাদুঘরের সামনে মানব বন্ধন করেছে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র ফোরাম’ নামে একটি সংগঠন।

এ মানববন্ধনে সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য আবদুর রহিম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের সহ-সম্পাদক রাহুল দাশের পরিচালনায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জিয়ার মতো একজন বিতর্কিত মানুষের নামে কখনও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর হতে পারে না। স্বাধীনতা দিবসের আগে জাদুঘরের নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ নামকরণের দাবি জানান তারা।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি