জেন-জি বিক্ষোভে উত্তাল মরক্কো: পুলিশ স্টেশনে আগুন, নিহত ২
প্রকাশিত : ১৬:৩৯, ২ অক্টোবর ২০২৫

তরুণ প্রজেন্মর (জেন-জি) সরকারবিরোধী বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দুই বিক্ষোভকারী।
রয়টার্স এর এক প্রতিবেদনে জানা যায়, অস্ত্র লুটের উদ্দেশ্যে বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী।এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং কয়েক জন আহত হন।
বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছুরি ছিল। তবে পুলিশ সমানে গুলি ও টিয়ারশেল ছুড়তে থাকা তা ব্যবহারের সুযোগ পাননি তারা। তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন।
ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত ২৮ সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করে 'জেন-জি ২১২'নামের একটি সংগঠন। এই সংগঠনটি তরুণ-তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলোতে প্রচারণা চালিয়ে আসছে।
প্রত্যক্ষদর্শী আবদেস্লাম চেগ্রি রয়টার্সকে জানান, তিনি একটি ক্যাফেতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছিলেন, তখনই তিনি বেশ কয়েকজন তরুণকে পাশের একটি দোকানে পাথর ছুঁড়তে এবং দরজা ভেঙে প্রবেশ করতে দেখেন। এছাড়া, মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালানো হয়েছে।
এমআর//
আরও পড়ুন