ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

জেলা প্রশাসক সম্মেলন ১৪ থেকে ১৮ জুলাই

প্রকাশিত : ২২:৪৯, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

এ বছর জেলা প্রশাসক সম্মেলন ১৪ থেকে ১৮ জুলাই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতি বছর তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হলেও এবার দুই দিন বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে বলে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৪ জুলাই এ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন করবেন বলেও জানায় মন্ত্রিপরিষদ।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমান জানান, সম্মেলন উদ্ধোধনের পর উন্মুক্ত আলোচনায় জেলা প্রশাসকদের কাছ থেকে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় শুনবেন এবং তাদেরকে নির্দেশনা দিবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, জ্যেষ্ঠ সচিব, সচিবরা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দিক-নির্দেশনা দিবেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার দিক-নির্দেশনা গ্রহণ করবেন জেলা প্রশাসকরা। এ সম্মেলনের অধিবেশনগুলোর সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

 

এমএস/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি