ঢাকা, মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫

জেলের জালে ৭১ কেজির বিশাল বাঘাআইড়, ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ৭১ কেজির বিশাল বাঘাআইড় ধরা পড়েছে জেলেদের জালে। মাছটি এক ব্যবসায়ী ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নিয়েছেন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে এনায়েতপুর মাছ বাজারে আনা মাত্রই উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠে 
বাজারের উৎসুক জনতা। 

এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য ভীড় জমায় শত শত মানুষ। 

এর আগে বিরল প্রজাতির মাছটি ভ্যানে করে বাজারে তোলা হয়। 

মাছ ব্যবসায়ী কবির হোসেন বেপারী জানান, মঙ্গলবার ভোরের দিকে জামালপুরের মাছ শিকারি জেলেরা যমুনা সেতুর পাশে নদীতে জাল ফেলে ৭১ কেজি ওজনের বাঘাআইড় মাছটি ধরে ফেলে। বিষয়টি জেনে তিনি ১৩শ’ টাকা কেজি দরে কিনে এনায়েতপুর হাটে নিয়ে আসেন। 

পরে টাঙ্গাইলের ভুয়াপুরের নলীন গ্রামের আলম চৌধুরী নামে এক ব্যবসায়ী ১৪০০ টাকা কেজি ধরে ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেন। 

হাটে আসা এলাকার সচেতন মানুষ জানান, এত বড় মাছ তারা এর আগে কখনো দেখেননি। তবে দাম বেশি হওয়ায় অনেকেই কিনে নিতে সাহস করেননি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি