ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

জ্যেষ্ঠ সচিব হলেন কবির বিন আনোয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২২ জুন ২০২০

কবির বিন আনোয়ার

কবির বিন আনোয়ার

কবির বিন আনোয়ার জ্যেষ্ঠ সচিব হয়েছেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত। বিসিএস ৭ম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব করে আগের দপ্তরে রেখে আজ সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৯ জুন থেকে এই আদেশ কার্যকর হবে। কবির বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

এর আগে ২০১৮ সালে সচিব পদোন্নতি পেয়েছিলেন কবির বিন আনোয়ার। কবিরকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রী মুখ্য সচিবদের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। এ তিন সচিবের জন্য বর্তমান স্বতন্ত্র বেতন কাঠামো রয়েছে। 

জানা যায়, কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রি নেন। পরে এলএলবি ডিগ্রিও নেন তিনি। তিনি ১৯৬৪ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। এর আগে তিনি মাঠপ্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

এমএস/এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি