ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে ভাদশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজ শুরু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ৫ নভেম্বর ২০১৯

এক কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।

সোমবার এলজিইডি’র বাস্তবায়নে এ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এ উপলক্ষে ভাদশা বাজারের ইউপি ভবন চত্বরে অনুষ্ঠিত সভায় ভাদশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, এলজিইডি’র প্রকৌশলী সিহাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখর মজুমদার, জাহেদুল আলম বেনু, সদস্য বাবু নন্দলাল পার্শী, মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আজ এই ভাদশা ইউনিয়ন পরিষদ এর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি