ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৬, ২২ এপ্রিল ২০২০

জয়পুরহাটে র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার ভোর রাতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্রী নদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় বন্ধুক যুদ্ধে একরামুল হোসেন আরিফ (৩২)  নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আঃ আজিজ মন্ডল ছেলে। 

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পে অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্রী নদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় মাদক উদ্ধার করতে গেলে  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। 

পরে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আরিফকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং গুলি বিনিময়ের সময় দুইজন র‌্যাব সদস্য আহত হয়। আহত মাদক ব্যবসায়ী এবং র‌্যাব সদস্যদ্বয়দের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল  এ নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ০৬ রাউন্ড গুলি, ২ রাউন্ড খালি খোসা, ১টি ম্যাগজিন, ৫৫০ বোতল ফেন্সিডিল, ৪৭৫ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল সেট উদ্ধার করে।

আরিফের  নামে জয়পুরহাট সদর ও পাঁচবিবি  থানায় মাদক, অস্ত্র, পুলিশ এ্যাসল্ট মামলাসহ প্রায় ১৭/১৮ টি মামলা রয়েছে। জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।    

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি