ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ঝিনাইদহ-২ আসনের মনোনয়ন ফরম নিলেন মেয়র মিন্টু

ঝিনাইদহ সংবাদদাতা:

প্রকাশিত : ১৬:৩৯, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সাইদুল করিম মিন্টু`র পক্ষে ঝিনাইদহ হরিনাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও উপ দফতর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাইদুল করিম মিন্টু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ষড়যন্ত্র মোকাবেলা করে সব অশুভ শক্তিকে পরাজিত করে আবারও ক্ষমতায় আসবে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি ঝিনাইদহ-২ আসন থেকে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে জয় উপহার দেব।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি