ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানে বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৯:০৭, ১৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা ঘিরে অভিযানে এন্টিমাইন, ডিনামাইট স্টিক, সুইসাইডাল ভেস্ট, শক্তিশালী বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আস্তানাগুলোতে আরো বোমা ও বিষ্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আস্তানাগুলোর আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
জঙ্গি আস্তানা সন্দেহে সকাল ৭টা থেকে সদরের চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি দুটি ঘিরে রাখে র‌্যাব। ১১টার দিকে খুলনা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় অভিযান।
অভিযানে বাড়ি দুটি থেকে ৫টি শক্তিশালী বোমা ও বাড়িগুলোর পাশের বাঁশঝাড় থেকে সক্রিয় ২টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। আশে পাশে আরো বিস্ফোরক থাকতে পারে সন্দেহে পাঁচটি নতুন স্থানকে চিহ্নিত করে অভিযান চালায় র‌্যাব। পরে সেগুলোর একটি থেকে ১টি এন্টিমাইন ও ১৮টি ডিনামাইট স্টিক ও বোমা তৈরীর ১৮৬ টি সার্কিট উদ্ধার করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
র‌্যাব-৬ এর সিও জানান, বাড়ি দুটির মালিক সেলিম ও প্রান্ত। সম্পর্কে তারা চাচাতো ভাই। সেলিম মহেশপুরের বজরাপুর গ্রামের অভিযানে নিহত জঙ্গি তুহিনের ভাই। সেমবার রাতে সেলিম ও প্রান্তকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আস্তানাগুলোতে অভিযান চালানো হয়।
এ’নিয়ে গেলো একমাসে ঝিনাইদহে পাঁচটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এলাকবাসী।
ঘটনাস্থলের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি