ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় তল্লাশি সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৮ মে ২০১৭ | আপডেট: ১৫:২৮, ৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলা জঙ্গি আস্তানায় তল্লাশি শেষ করেছে পুলিশ। ৭টি শক্তিশালী গ্রেনেড ও একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে বেশ কিছু ইলেক্ট্রিক ডিভাইস। বাড়িটির মালিকের ছেলে শামীমকে জঙ্গি সন্দেহে গ্রেফতারের পর সোমবার তার মা সুফিয়া বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মহেশপুর আস্তানায় সফল অভিযানের পর ঝিনাইদহ সদর উপজেলার জঙ্গি আস্তানা লেবুতলার শরাফত মণ্ডলের বাড়িতে নিবিড় তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার ৭টি গ্রেনেড ও একটি বোমা একে একে নিস্ক্রিয় করে বোমা নিস্ক্রিয়কারি দল। এছাড়া উদ্ধার করা হয়েছে বেশকিছু ইলেকট্রিক ডিভাইস।
পরে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানান খুলনা রেঞ্জের ডিআইজি।
এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান মেলায় নিরাপত্তা নিয়ে উৎকন্ঠায় বাসিন্দারা।
এদিকে ঐ বাড়ির মালিক শরাফত মন্ডলের ছেলে শামীমকে আগেই গ্রেফতার করা হয়। সে নিজেও জঙ্গি কর্মকান্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য শামীমের মা সুফিয়া বেগমকেও সোমবার সকালে আটক করেছে পুলিশ।


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি